অপু বিশ্বাসের জন্মদিন আজ
প্রকাশিত:
১১ অক্টোবর ২০২১ ১৯:৩৯
আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ০৫:১২

‘ঢালিউড কুইন’ খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাসের জন্মদিন আজ। গত এক দশকেরও বেশি সময় ধরে ঢাকাই সিনেমায় রাজত্ব করেছেন অপু। সাবলীল অভিনয় এবং সৌন্দর্য দিয়ে ঢাকাই চলচ্চিত্রপ্রেমীদের ভালোবাসা পেয়েছেন এই নায়িকা।
১০০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল সিনেমা। ছবিতে কাজ করার পাশাপাশি স্টেজ শো ও বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করতে দেখা যায় মাঝে মাঝেই। সাম্প্রতিক সময়ে আগের মতো সেই ব্যস্ততা নেই ক্যারিয়ারে। এখন সংসার-সন্তান সামলে শোবিজে সময় দিচ্ছেন।
বর্তমানে পরিচালক সোলায়মান আলী লেবুর ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার শুটিং করছেন অপু বিশ্বাস। তার অভিনীত কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।
আপনার মূল্যবান মতামত দিন: