এবার বলিউডের সিনেমায় হিরো আলম
প্রকাশিত:
১২ অক্টোবর ২০২১ ০৪:৩৩
আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ০৫:১০

হিরো আলম মানেই নতুন নতুন খবর আর মজারা সব ধামাকা। এবার বলিউডের সিনেমায় অভিনয় করতে যাচ্ছে হিরো আলম।
একজন বধির ও মূক চরিত্রের জন্য মুম্বাই পরিচালক হিরো আলমকেই পারফেক্ট মনে করেন। সেই অনুযায়ী বাংলাদেশ থেকে নিয়ে গিয়ে ছবিটিতে চুক্তি করান। এর আগে হিরো আলম ঢালিউডে ‘মার ছক্কা’ নামের একটি ছবিতে কাজ করেন।
ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ ব্যানার্জি। হিরো আলমের বিপরীতে রয়েছেন প্রিয়াঙ্কা সিং। এছাড়াও চিন্ময়, পূজা বিশ্বাস, শান্তনা, পাখি ও বাংলাদেশের টাইগার রাজিব ছবিতে অভিনয় করছেন।
আপনার মূল্যবান মতামত দিন: