ই-কমার্স প্রতিষ্ঠানের চাকরি ছাড়লেন নিরব
প্রকাশিত:
১৩ অক্টোবর ২০২১ ২৩:১৪
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০৭:০৩

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মোঃ সাখাওয়াত হোসেন নিরব বেশ কিছুদিন ধরে একটি ই-কমার্স প্রতিষ্ঠানে জনসংযোগ ও যোগাযোগ কর্মকর্তা হিসেবে কাজ করছিলেন। দুই মাস প্রতিষ্ঠানটিতে চাকরির পর অক্টোবরে তা ছেড়ে দিয়েছেন।
সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়ে নিরব বলেন, ‘সম্প্রতি আমি বেশ কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। সিনেমাগুলো শুটিং টানা চলবে। পাশাপাশ মুক্তি প্রতিক্ষিত সিনেমাগুলোর প্রচার-প্রমোশনেও সময় দিতে হবে। তাই চাকরি চালিয়ে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। সে কারণেই নিজ থেকে ছেড়ে দিয়েছি।’
তিনি বলেন, তাছাড়া, ই-কমার্সের চাকরি ছাড়ার নেপথ্যে আরও একটি কারণ রয়েছে। ই-কমার্স নিয়ে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলো তাকে বেশ ভাবিয়েছে, বিব্রত করেছে। তাই এই ধরনের চাকরি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন।
আপনার মূল্যবান মতামত দিন: