বৃহঃস্পতিবার, ২০শে মার্চ ২০২৫, ৬ই চৈত্র ১৪৩১


সিদ্ধান্ত পুজোর পরে

বাংলাদেশের বাজার হারানোয় বিপদে পশ্চিমবঙ্গের চ্যানেল


প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২১ ১৭:৩৬

আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ০৫:০১

ছবি-সংগৃহীত

বিজ্ঞাপন বিপণনের ক্ষেত্রে বাংলাদেশের বাজার হারানোয় সংকটে পড়েছে ওপার বাংলার টেলিভিশন চ্যানেলগুলি। বাংলাদেশ সরকারের নির্দেশ অনুযায়ী স্টার বাংলা ও জি বাংলার মিঠাই, অপরাজিতা অপু, দাদাগিরি রিয়েলিটি শো সহ প্রদর্শন নিষিদ্ধ হয়েছে আরো অনেক জনপ্রিয় অনুষ্ঠানের।

ফলে, ভারতীয় চ্যানেলগুলি হারাতে বসেছে বাংলাদেশের বিশাল বিজ্ঞাপনের বাজার। এমনকি এরইমধ্যেই তারা হারাচ্ছে বিজ্ঞাপনদাতাদেরও। আবার অনেক বিজ্ঞাপনদাতা বাংলাদেশের বাজার হারানোয় বিজ্ঞাপনের রেট কমিয়ে দিতে চাইছেন।

তাই চরম বিপাকে পড়েছে কলকাতার চ্যানেলগুলো। এই অবস্থা থেকে উত্তরণের উপায় হিসেবে দুর্গাপুজোর পরই স্টেকহোল্ডারদের নিয়ে এক বৈঠকের আয়োজন করতে চলেছে পশ্চিমবঙ্গের সিটি কেবল কর্তৃপক্ষ। বৃহত্তর এম এস ও সংস্থা সিটি কেবল এর কর্ণধার সুরেশ শেঠিয়া জানান পরিস্থিতির দিকে তারা নজর রেখেছেন। তবে সিদ্ধান্ত নেয়া হবে পুজোর পরে।

অন্যদিকে ভারতীয় চ্যানেল কর্তৃপক্ষের একটি অংশ চাইছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিষয়টি নিয়ে একবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন তাহলে হয়তো ব্যাপারটার একটা সমাধান হয়।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top