কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী শখ
প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২১ ২২:৫৭
আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ০৫:০০

গত ২৩ সেপ্টেম্বর নগরীর ইউনাইটেড হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন মডেল-অভিনেত্রী আনিকা কবীর শখ।মেয়ের নাম রেখেছেন আনাহিত রহমান আলিফ।
একুশ দিন আগে কন্যা সন্তানের মা হলেও বুধবার (১৩ অক্টোবর) রাতে এ খবর জানিয়েছেন শখের স্বামী আতিকুর রহমান জন।
ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লিখেন—‘গত ২৩ সেপ্টেম্বর ইউনাইটেড হাসপাতালে আমার কন্যা সন্তানের জন্ম হয়েছে। মা-মেয়ে দু’জনই সুস্থ হয়েছে। সবাই আমার কন্যার জন্য দোয়া করবেন।’
শখের স্বামী আতিকুর রহমান জন পেশায় একজন ব্যবসায়ী। গত বছরের ১২ মে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। শখ-জন দম্পতির প্রথম সন্তান আলিফ।
সম্পর্কিত বিষয়:
আনাহিত রহমান আলিফ কন্যা সন্তানের মা ইউনাইটেড হাসপাতাল মডেল-অভিনেত্রী আনিকা কবীর শখ
আপনার মূল্যবান মতামত দিন: