ডিভোর্সের পর সুখবর দিল সামান্থা !
প্রকাশিত:
১৫ অক্টোবর ২০২১ ০১:৩৯
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১৯:০৮

সম্প্রতি সংসার জীবনের ইতি টেনেছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা সামান্থা রুথ প্রভু ও অভিনেতা নাগা চৈতন্যে। দু’জনের সম্মতিতেই ৪ বছরের সংসার জীবনের ইতি টেনেছেন তারা।
এ খবরে ব্যথিত হয়েছেন দুই তারকার অগণিত ভক্ত। তবে এরই মধ্যে সুখবর নিয়ে হাজির হচ্ছেন সামান্থা। বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার। প্রথম কোনো হিন্দি সিনেমায় দেখা যাবে তাকে। জানা গেছে, সিনেমাটিতে ইতোপূর্বে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী। শিগগিরই ঘোষণা দেবেন।
সামান্থার ঘনিষ্ঠ সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, কয়েক দিন আগেই সামান্থা চুক্তিবদ্ধ হয়েছেন। তবে তার সহশিল্পী কে হচ্ছেন, সেটা এখনো গোপন রাখা হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে শুরু হবে সিনেমাটির শুটিং।
এদিকে বলিউডের সিনেমায় কাজের জন্য মুম্বাইতে দীর্ঘ সময় থাকতে হবে সামান্থাকে। তাই মুম্বাইতে একটি ফ্ল্যাট নিয়েছেন অভিনেত্রী।
আপনার মূল্যবান মতামত দিন: