করোনায় আক্রান্ত মডেল চৈতী দম্পত্তি
প্রকাশিত:
১৫ অক্টোবর ২০২১ ১৭:৪১
আপডেট:
১৬ অক্টোবর ২০২১ ০১:১৮

মহামারি করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেয়ার পরও আক্রান্ত হয়েছে নব্বই দশকের জনপ্রিয় মডেল লামিয়া তাবাসসুম চৈতী ও তার স্বামী ইমরান আসিফ।
চৈতী শুক্রবার (১৫ অক্টোবর) সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘প্রথমে আমার স্বামী আক্রান্ত হন। তার শরীর খারাপ হলে সম্প্রতি কোভিড-১৯ টেস্ট করা হয়। সেখানে তার পজিটিভ আসে। আমি তার দুইদিন পর আক্রান্ত হয়েছি।’
সবার কাছে দোয়া চেয়ে চৈতী বলেন, ‘অনেক সাবধানে ছিলাম। কাজেও যাচ্ছি না। তবুও করোনা পজিটিভ হলো। স্বস্তির ব্যাপারটা হলো আমার মেয়েরা সেফ আছে। আল্লাহর রহমতে এখন অনেকটাই ভালো আছি। ডাক্তারের পরামর্শ নিচ্ছি। দোয়া চাই দ্রুত যেন পুরোপুরি সুস্থ হয়ে উঠি৷’
প্রসঙ্গত, চৈতী নব্বই দশকে জুঁই নারকেল তেল, বার্জার পেইন্টসের বিজ্ঞাপন দিয়ে আলোচনায় এসেছিলেন। অল্প কিছু কাজ করেছিলেন ওই সময়। একটি মাত্র টেলিফিল্মে দেখা গেছে তাকে। সেটির নাম ‘ছবির মতো মেয়ে’।
আপনার মূল্যবান মতামত দিন: