শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১


ভারতে গাঁজা সেবনের বৈধতা চান পরিচালক মেহতা


প্রকাশিত:
১৬ অক্টোবর ২০২১ ১৫:১০

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১৬:৪৫

ছবি-সংগৃহীত

মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি পোস্টের মাধ্যমে ভারতে গাঁজা সেবনের বৈধতার দাবি করেছেন বলিউডের স্বনামধন্য পরিচালক হ্যানসাল মেহতা।

এক টুইটে হ্যানসাল মেহতা লেখেন, ‘অনেক দেশেই গাঁজা সেবন নিষিদ্ধ নয়। বহু দেশে এটি আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবেও গণ্য করা হয় না। মাদক নিয়ন্ত্রণের চেয়ে আমাদের দেশে এটি কাউকে হয়রানির জন্য বেশি ব্যবহার করা হয়। সেকশন ৩৭৭- এর মতো এই প্রহসন বন্ধের বিষয়েও আন্দোলন প্রয়োজন।’

‘সিটিলাইটস’খ্যাত এই পরিচালকের টুইটের পরিপ্রেক্ষিতে অভিনেত্রী-নির্মাতা পূজা ভাট লিখেছেন, ‘আমি নিশ্চিত এরপর ওরা নতুন কোনো হাস্যকর জিনিস বের করবে।’

প্রসঙ্গত, সম্প্রতি বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মাদক মামলায় গ্রেপ্তার করে ভারতের নারকোট্রিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এরপরই টুইটটি করেন হ্যানসাল মেহতা।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top