বর্ষীয়ান অভিনেত্রী ফারুক জাফর আর নেই
প্রকাশিত:
১৬ অক্টোবর ২০২১ ১৯:১৯
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১২:২৫

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ফারুক জাফর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবার (১৫ অক্টোবর) লখনৌতে স্ট্রোক করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
তার নাতি শাহ আহমেদ সংবাদসংস্থা পিটিআই-কে বলেন, ‘আমার দাদি সকাল ৭ টার সময় তার গোমতী নগরের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার আয়িসবাঘ কবরস্থানে তাকে দাফন করা হবে।’
প্রসঙ্গত, অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানার ‘গুলাবো সিতাবো’ সিনেমাতে ফাতিমা বেগম চরিত্রে সর্বশেষ অভিনয় করেন তিনি। এই সিনেমার জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা সহ-অভিনেত্রীর পুরষ্কার জেতেন এই অভিনেত্রী।
সম্পর্কিত বিষয়:
বলিউড অভিনেত্রী ফারুক জাফর ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই অমিতাভ বচ্চন আয়ুষ্মান খুরানা গুলাবো সিতাবো ফাতিমা বেগম
আপনার মূল্যবান মতামত দিন: