অবশেষে ছেলের দেখা পেলো শাহরুখ-গৌরী
প্রকাশিত:
১৬ অক্টোবর ২০২১ ২২:৩৩
আপডেট:
১৭ অক্টোবর ২০২১ ০২:৫৪

বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানকে ৩ অক্টোবর (রবিবার) ক্রুজে চলা রেভ পার্টিতে মাদককান্ডে জড়িত সন্দেহে আটক করা হয়।
এ ঘটনার পর থেকেই ছেলের জামিনের ব্যবস্থা করতে নামী-দামী উকিলদের শরণাপন্ন হন শাহরুখ খান। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) এর শুনানিতেও জামিন মেলেনি আরিয়ানের। আগামী ২০ অক্টোবর নতুন শুনানিতে জামিন মঞ্জুরের বিষয়ে পুনঃরায় রায় দিবে আদালত।
জামিন না পাওয়ায় এখনো ছেলের দেখা পাননি শাহরুখ দম্পতি। করোনা মহামারী সংক্রান্ত প্রটোকল থাকায় জেলে সামনা-সামনি পরিবার পরিজনদের সাক্ষাৎ আপাতত বন্ধ আছে।
তবে ভিডিও কলে মাসে ২-৩ বার কথা বলার অনুমতি থাকায় সেই সুবিধা নেন গৌরী-শাহরুখ। ভিডিও কলে আরিয়ানকে দেখে কান্নায় ভেঙে পড়েন মা-বাবা দুজনই। ছেলের খাওয়া-দাওয়া এবং থাকায় কোনো সমস্যা হচ্ছে কিনা, এসব খোঁজখবর নেন গৌরী খান। এই ঘটনার পর থেকে মিডিয়ার চাপের মুখে আছেন শাহরুখ খানের পুরো পরিবার।
আপনার মূল্যবান মতামত দিন: