আরিয়ানের জন্য দুই ছবির শুটিং বন্ধ!
প্রকাশিত:
২০ অক্টোবর ২০২১ ১৭:৫২
আপডেট:
২১ অক্টোবর ২০২১ ০৬:২৬

বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান মুম্বাইয়ের আর্থার রোডের কারাগারে বন্দি রয়েছেন বেশ কিছুদিন ধরেই। আরিয়ানের আটক হওয়ার পর থেকেই কিং খান বন্ধ রেখেছেন নিজের সকল সিনেমার শুটিং।
যার ফলে প্রতিনিয়তই আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তিনি। তবে আরিয়ানের কারণে শুধু শাহরুখ নন বরং ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলিউডের আরেক হার্টথ্রুব নায়ক সালমান খানকেও।
মূলত আরিয়ান কারাগারে থাকায় আটকে আছে শাহরুখের ‘পাঠান’ ও সালমান খানের ‘টাইগার-থ্রি’ সিনেমার শুটিং। বলিউড সূত্রে জানা গেছে, ‘পাঠান’ সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ গত ২ অক্টোবর স্পেনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন শুটিংয়ের কাজে। কিন্তু শাহরুখ খান শুটিংয়ে অংশ নিতে না পারায় ফিরে আসেন তিনি।
অন্যদিকে সালমান খানের ‘টাইগার থ্রি’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। আর তাইতো শাহরুখের শুটিং বন্ধ রাখায় আটকে গেছে আসন্ন দুটি সিনেমারই শুটিং!
তবে সকলের প্রত্যাশা আরিয়ান জামিন পেলে সকল সমস্যার সমাধান হবে।
আপনার মূল্যবান মতামত দিন: