নিজের বিয়ের খবর দিলেন নুসরাত
প্রকাশিত:
৯ জুন ২০২০ ০১:২৮
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:০২

দেশের বিনোদন জগতের জনপ্রিয় নায়িকা-মডেল-উপস্থাপক নুসরাত ফারিয়া নিজের বিয়ের খবর প্রচার করলেন। আজ সোমবার বিকেলে ফেসবুক স্ট্যাটাস দিয়ে এমনটা ঘোষণা দেন তিনি।
ফেসবুকে নুসরাত ফারিয়া লেখেন, ‘আলহামদুল্লিাহ, আল্লাহর অশেষ রহমতে দীর্ঘ সাত বছরের সম্পর্ক পূর্ণতা পেল গত মার্চ মাসে। এ জন্য আমি পরিবার, বন্ধু-বান্ধবদের কাছে কৃতজ্ঞ। এখন আমরা একসঙ্গে আছি।’
তবে কাকে বিয়ে করেছেন, তা এখনো প্রকাশ করেননি নুসরাত।
প্রসঙ্গত, ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’র মাধ্যমে চলচ্চিত্রে আসেন নুসরাত ফারিয়া। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’-সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: