বৃহঃস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫, ২৯শে ফাল্গুন ১৪৩১


আজও জামিন পাননি আরিয়ান!


প্রকাশিত:
২১ অক্টোবর ২০২১ ০২:৩০

আপডেট:
২১ অক্টোবর ২০২১ ০৬:২১

ছবি-সংগৃহীত

আজও জামিন পাননি বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। বুধবার (২০ অক্টোবর) মুম্বাইয়ের বিশেষ আদালতে আরিয়ানের জামিন আবেদন করলে তা নাকচ করেন আদালত। বর্তমানে মুম্বাইয়ের আর্থার রোডের কারাগারে থাকবেন আরিয়ান।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, মুম্বাইয়ের বিশেষ আদালতে আরিয়ানের জামিন মঞ্জুর না হওয়ায় তার আইনজীবী উচ্চ আদালতে আবেদন করেছেন।

এর আগে এনসিবি দাবি করে, অবৈধ মাদক পাচার ও বিতরণের সঙ্গে শাহরুখ পুত্রের যোগসাজশ খুঁজে পেয়েছে তারা। আরিয়ানের সঙ্গে বিদেশি এমন কিছু ব্যাক্তির সঙ্গে যোগাযোগ রয়েছে, যারা আন্তর্জাতিক মাদক নেটওয়ার্কের সঙ্গে জড়িত।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে ভারতের পর্যটন নগরী গোয়াগামী বিলাসবহুল প্রমোদতরী থেকে আরিয়ানসহ আটজনকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। কয়েক ঘণ্টা জেরার পর তাদের গ্রেপ্তার করা হয়।


সম্পর্কিত বিষয়:

আরিয়ান জামিন শাহরুখ খান

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top