শাহরুখের বাড়িতে এনসিবির তল্লাশি!
প্রকাশিত:
২২ অক্টোবর ২০২১ ০২:০৭
আপডেট:
২২ অক্টোবর ২০২১ ০২:২২

বলিউড সুপারস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের মাদক মামলায় তল্লাশি চালাতে মান্নাতের বাড়িতে গেছেন ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কর্মকর্তারা।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে, বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে মান্নাতের মূল ফটকের সামনে এনসিবি কর্মকর্তাদের দেখা গেছে। তাদের হাতে বেশ কিছু নথিপত্রও ছিল।
এদিকে বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে কারাগারে ছেলেকে দেখতে গিয়েছিলেন ‘কিং খান’। আরিয়ান গ্রেপ্তার হওয়ার পর প্রথম প্রকাশ্যে এলেন এই অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কড়া নিরাপত্তার মধ্যে কারাগারে এসেছিলেন শাহরুখ। পরনে ছিল সাধারণ পোশাক, মুখে মাস্ক এবং চোখে সানগ্লাস। ছেলের সঙ্গে ১৫ মিনিটের মতো ছিলেন তিনি। এরপর গাড়িতে উঠে চলে যান। এই অভিনেতার সঙ্গে তার আইনজীবীদের দলও ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: