এবার জন্মদিন পালন করবেন না বলিউড বাদশা!
প্রকাশিত:
২২ অক্টোবর ২০২১ ২২:৫৭
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৫:১০

প্রতি বছর ঘটা করে জন্মদিন পালন করেন বলিউড বাদশা শাহরুখ খান। তবে এবার পারিবারিক ঝামেলার কারণে আগামী ২ নভেম্বর জন্মদিন পালন করবেন না তিনি।
মাদক মামলায় গ্রেপ্তার তার ছেলে আরিয়ান খান। কবে তিনি কারাগার থেকে মুক্তি পাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় শাহরুখ ও তার স্ত্রী গৌরী।
শাহরুখ পরিবারের ঘনিষ্ঠ একজন বলিউডহাঙ্গামা ডটকমে বলেন, ‘শুধু শাহরুখের জন্মদিন নয়, আগামী ১৩ নভেম্বর আরিয়ানের জন্মদিন। এই দিন সে কারাগারে থাকবে ভাবলে আমাদের হার্ট অ্যাটাক হচ্ছে।’
সূত্রটি আরও জানান, শাহরুখ হয়তো ভক্ত-অনুরাগীদের অনুরোধ করবেন এবার তারা যেন মান্নাতের সামনে এসে ভিড় না জমান। শুধু জন্মদিন নয়, শাহরুখ ও গৌরী দীপাবলিও পালন করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।
আপনার মূল্যবান মতামত দিন: