পরিবারের জন্য আমি সব কিছু পেছনে ফেলতে পারি: শাহরুখ
প্রকাশিত:
২৪ অক্টোবর ২০২১ ০৪:১৬
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৭:৩২

কিছুদিন আগে মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন ‘বলিউড বাদশা’খ্যাত অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান।
এরই মধ্যে শাহরুখের একটি পুরোনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে সেটি ভাইরাল হয়েছে। এতে সন্তানদের প্রতি তার ভালোবাসার কথা বলেছেন ‘কিং খান’।
করন জোহরের জনপ্রিয় শো ‘কফি উইথ করন’-এর একটি পর্বের ভিডিওতে শাহরুখ বলেন, ‘যখন সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তখন বিষয়টি এভাবে ভেবেছি যে, আমার হৃদয়ের অংশ আমি শরীরের বাইরে হাঁটাচলা করতে দিচ্ছি। আমার ছেলে-মেয়ের দিকে যদি কোনো গাড়ি এগিয়ে আসে, আমি তার সামনে দাঁড়িয়ে গিয়ে সন্তানদের জীবন বাঁচাব। আমার খ্যাতির জন্য তাদের জীবন যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমি বার বার এই ভয়টি পাই। সন্তানদের জন্য আমি সব কিছু পেছনে ফেলতে পারি।’
আপনার মূল্যবান মতামত দিন: