অ্যালেকের অজান্তে বন্দুকে গুলি, মাশুল গুনল তরতাজা প্রাণ
প্রকাশিত:
২৪ অক্টোবর ২০২১ ১৭:০০
আপডেট:
২১ মার্চ ২০২৫ ২৩:০১

খালি ভেবে ছবির সহকারী পরিচালক শ্যুটিংয়ে গুলিভরা বন্দুক দিয়ে ফেলেছিলেন হলিউডি অভিনেতা অ্যালেক বল্ডউইনকে।
অভিনেতাকে পরিচালক বলেছিলেন, সেই বন্দুক অনায়াসে ব্যবহার করা যাবে। এতে কারও কোনও ক্ষতির আশঙ্কা নেই। হলিউডি ছবির শ্যুটিংয়ে অনিচ্ছাকৃত মৃত্যুর তদন্তের পরে এমন তথ্যই দেওয়া হয়েছে আদালতকে।
ঘটনাচক্রে সেই ‘ফাঁকা’ বন্দুক থেকেই গুলি ছুটে নিহত হন ছবির ক্যামেরাপার্সন গালিনা হাচিন্স। আহত হন ছবির পরিচালক জোয়েল সুজা। ঘটনার সময়ে অ্যালেক যে পোশাক পরেছিলেন, তাতে রক্তের দাগ লেগেছিল। অভিনেতার সেই পোশাক পরীক্ষা করে দেখবেন তদন্তকারীরা। বন্দুক এবং অ্যালেকের ব্যবহৃত অন্য জিনিসপত্রও পরীক্ষা করে দেখা হবে। ঘটনাটির কোনও ফুটেজ পাওয়া যায় কি না, দেখা হচ্ছে তা-ও।
এই দুর্ঘটনা মানসিক ভাবে ভেঙেচুরে দিয়েছে অ্যালেককেও। গালিনার অকালে চলে যাওয়া মেনে নিতে পারছেন না তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: