মারা গেছেন অভিনেতা রাজা বাবু
প্রকাশিত:
২৬ অক্টোবর ২০২১ ০৩:৪৬
আপডেট:
২২ মার্চ ২০২৫ ০৩:৩৯

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতের তেলেগু সিনেমার প্রবীণ অভিনেতা রাজা বাবু। রোববার (২৪ অক্টোবর) ৬৪ বছর বয়েসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবর-টাইমস অব ইন্ডিয়া।
ভারতের অন্ধ্র প্রদেশের পশ্চিম গোদাবরী জেলায় ১৯৫৭ সালের ১৩ জুন জন্মগ্রহণ করেন রাজা বাবু। ছোটবেলায়ই অভিনয়ের প্রতি আগ্রহী হয়ে উঠেন তিনি। থিয়েটারের মাধ্যমে অভিনয়ের হাতেখড়ি রাজা বাবুর।
শিশুশিল্পী হিসেবে ভারতের বিভিন্ন জায়গায় ভ্রমণ করে মঞ্চনাটকে অভিনয় করেন। ১৯৮১ সালে চলচ্চিত্রে পা রাখেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘ওরুকি মোনাগাডু’।
আপনার মূল্যবান মতামত দিন: