এবার অ্যারাবিক গানে নুসরাত ফারিয়া
প্রকাশিত:
২৬ অক্টোবর ২০২১ ০৮:০৭
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১২:৫৯

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। সিনেমার পাশাপাশি গানেও কণ্ঠ দেন তিনি। এবার এই চিত্রনায়িকা অ্যারাবিক গানে কণ্ঠ দিয়েছেন।
নুসরাত ভক্তদের জন্য সুখবর দিয়ে জানিয়েছেন তার নতুন গান ‘হাবিবি’ আগামী ২ নভেম্বর কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মের (এসভিএফ) ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।
গান প্রসঙ্গে নুসরাত বলেন, ‘হাবিবি পপ অ্যারাবিক ফিউশন। ভিডিওটি সেভাবেই করার চেষ্টা করেছি। অক্টোবরের মাঝামাঝিতে মুম্বাই থেকে শতাধিক কিলোমিটারে দূরে এক রাজপ্রাসাদে গানটির ভিডিও শ্যুট হয়েছে। শুটিংয়ের আগে হয়েছে তিনদিনের গ্রুমিং। মুম্বাইয়ের ২০ জন ছেলেমেয়ে নেচেছেন।’
তিনি আরও বলেন, গানটির কথা, সুর, ভিডিও সব কিছুতেই ভিন্নতার ছাপ রয়েছে। গানের কথা লিখেছেন নূর নবী, সুর করেছেন আদিব কবির। ভিডিও নির্মাণসহ কোরিওগ্রাফি করেছেন ওপার বাংলার ‘বস’খ্যাত চিত্রপরিচালক ও জনপ্রিয় কোরিওগ্রাফার বাবা যাদব।
আপনার মূল্যবান মতামত দিন: