অভিমন্যুর প্রেমিকার জন্মদিনে পার্টি দিলেন শ্রাবন্তী
প্রকাশিত:
২৭ অক্টোবর ২০২১ ১৯:২২
আপডেট:
২৭ অক্টোবর ২০২১ ২০:০৮

নিজের প্রেম-বিয়ে নিয়ে কিছুটা লুকোচুরি করলেও ছেলে অভিমন্যুর প্রেম নিয়ে কখনো কোনো লুকোচুরি করেনি টলিউড জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির।
বেশ কয়েক মাস আগে অভিমন্যুর প্রেমিকা দামিনি ঘোষকে নিয়ে মালদ্বীপ ভ্রমণেও গিয়েছিলেন শ্রাবন্তী। এবার দামিনির জন্মদিনে জমিয়ে পার্টি করলেন শ্রাবন্তী চ্যাটার্জি। আর তার ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এই অভিনেত্রী।
অন্যদিকে দামিনি ঘোষও তার ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি ও ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায়-কেক কাটছেন শ্রাবন্তী। উচ্চস্বরে দামিনিকে জন্মদিনের শুভেচ্ছা জানান শ্রাবন্তী। তা ছাড়া শ্রাবন্তীর পোস্ট করা একাধিক ছবিতে দেখা যায়, দামিনির সঙ্গে হাস্যেজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন শ্রাবন্তী। এসব ছবি নজরে আসার পর সমালোচনায় মুখরিত নেটিজেনরা।
প্রসঙ্গত, দামিনি ঘোষের সঙ্গে দীর্ঘ ৪ বছর ধরে প্রেম করছেন অভিমন্যু। চলতি বছরের জানুয়ারিতে ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে এসব তথ্য জানান তিনি। এ ঘোষণার পর শ্রাবন্তী ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেছিলেন-‘আমি জানি মেয়েটি ঝিনুকের বান্ধবী। এই বয়সে তো এ রকম হবেই।’
আপনার মূল্যবান মতামত দিন: