শাহরুখের সিনেমা থেকে সরে দাঁড়াচ্ছেন নয়নতারা!
প্রকাশিত:
২৮ অক্টোবর ২০২১ ০১:৪০
আপডেট:
২৮ অক্টোবর ২০২১ ০১:৪৬

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নির্মাতা অ্যাটলির ‘লায়ন’ নামের সিনেমায় প্রথমবারের মতো অভিনয় করছেন বলিউড বাদশা খ্যাত জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। এই সিনেমায় তার বিপরীতে আছেন ‘লেডি সুপারস্টার’ খ্যাত দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা।
ইতোমধ্যে সিনেমার প্রথম শিডিউলের শুটিং শেষ করেছেন শাহরুখ খান। কিন্তু কিছুদিন আগে মাদক মামলায় এই অভিনেতার বড় ছেলে আরিয়ান খান গ্রেপ্তার হন। এরপর থেকে শুটিং থেকে বিরতিতে তিনি।
এদিকে গুঞ্জন উঠেছে, শাহরুখের এই সিনেমা থেকে সরে দাঁড়াচ্ছেন নয়নতারা। সিনেমার জন্য নাকি অক্টোবর ও নভেম্বরে শিডিউল দিয়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু আরিয়ানের ঘটনার পর থেকে শাহরুখ খান শুটিং করছেন না। তাই শিডিউল জটিলতায় সরে যেতে হচ্ছে তাকে। এখন নয়নতারার পরিবর্তে সামান্থা আক্কিনেনিকে নিচ্ছেন নির্মাতা।
তবে সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছেন, এই গুঞ্জন সত্য নয়। সূত্রটি বলেন, ‘এই কথা শুনে আমি শুধু হাসতেই পারি। এটি সত্য নয়।
আপনার মূল্যবান মতামত দিন: