আরও একরাত কারাগারে কাটবে আরিয়ানের
প্রকাশিত:
৩০ অক্টোবর ২০২১ ১০:৪১
আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ০৩:৫৩

শুক্রবার রাতও কারাগারে থাকবেন বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার সকালে আরিয়ান কারাগার থেকে মুক্ত হতে পারবে ।
জানা গেছে, আরিয়ানের জামিনের নথি স্থানীয় সময় বিকাল সাড়ে পাঁচটার মধ্যে কারাগারের বেল বক্সে পৌঁছানোর প্রয়োজন ছিল।
জেল সুপারিটেন্ডেন্ট নীতিন ওয়েচাল জানান, কারা কর্তৃপক্ষ ৫টা ৩৫ পর্যন্ত অপেক্ষা করেছেন কিন্তু নথি তাদের হাতে পৌঁছায়নি। সময় পার হয়ে যাওয়ায় পরদিন সকালে আরিয়ান মুক্তি পাবেন।
তিনি বলেন, ‘আমরা কাউকে বাড়তি সুবিধা দেই না। আইন সবার জন্য সমান। জামিনের নথি জমা নেওয়ার শেষ সময় বিকাল সাড়ে পাঁচটা। সেটি অতিবাহিত হয়ে গেছে। আরিয়ান আজ (শুক্রবার) মুক্তি পাবেন না।’
আপনার মূল্যবান মতামত দিন: