নভেম্বরেই বিয়ে করছেন রাজকুমার রাও!
প্রকাশিত:
১ নভেম্বর ২০২১ ০০:৪২
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০১:৫১

বলিউড পারায় লেগেছে বিয়ের ধুম। একর পর এক বিয়ের খবর ছড়িয়ে পড়ছে। প্রথমে ক্যাটরিনা-ভিকি, তারপর আলিয়া ভাট-রনবীর কাপুরের বিয়ের খবর। এবার নতুন খবর হচ্ছে নভেম্বরেই বিয়ের পিঁড়িতে বসছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নভেম্বরের ১০, ১১ ও ১২ তারিখে তার বিয়ের আয়োজনের পরিকল্পনা করেছেন রাজকুমার।
অনেকটা ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন ‘শাদি ম্যায় জরুর আনা’ সিনেমাখ্যাত এই অভিনেতা। ইতোমধ্যে বলিউড ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠজনদের কাছে তার বিয়ে আমন্ত্রণপত্র পৌঁছে গেছে। তবে বিয়ের ভেন্যু সম্পর্কে এখনো জানা যায়নি।
প্রায় দশ বছর ধরে অভিনেত্রী পত্রলেখার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন রাজকুমার। লিভ টুগেদার করছেন তারা। এবার বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন এই দুই তারকা।
আপনার মূল্যবান মতামত দিন: