সুস্থ হয়ে বাড়ি ফিরলেন রজনীকান্ত
প্রকাশিত:
২ নভেম্বর ২০২১ ০১:০৩
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১১:১৩

ভারতীয় সিনেমার সুপারস্টার রজনীকান্তের শরীরে ক্যারোটিড আর্টারি রিভাস্কুলারাইজেশনের অস্ত্রোপচার সফল হয়েছে। রোববার (৩১ অক্টোবর) রাতে সুস্থ দেহে তিনি বাড়ি ফিরেছেন।
বাড়ি ফিরার পর রজনীকান্ত নিজেই টুইট করে তার ভক্তদের এ সুখবর দেন। প্রিয় তারকার সুস্থতার খবরে স্বস্তি এসেছে ভক্তদের মনে।
জানা গেছে, গত ২৮ অক্টোবর রজনীকান্তকে চেন্নাইয়ের কাবেরি হাসপাতালে ভর্তি করানো হয়। রজনীকান্তের মস্তিষ্কে ঠিকমতো রক্ত সঞ্চালন হচ্ছিল না। সেজন্যই অস্ত্রোপচার করে রক্ত প্রবাহ স্বাভাবিক করা হয়েছে।
প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় রয়েছে রজনীকান্তের নতুন সিনেমা ‘আনাত্তে’। এটি পরিচালনা করছেন শিবা। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করছেন নয়নতারা।
আপনার মূল্যবান মতামত দিন: