সারাকে নিয়ে কেদারনাথ মন্দিরে জানভি!
প্রকাশিত:
২ নভেম্বর ২০২১ ০৬:১৭
আপডেট:
২৫ মার্চ ২০২৫ ১১:২৬

ছবি-সংগৃহীত
সাইফ আলী খানের কন্যা সারা আলী খানকে নিয়ে উত্তরখন্ডের কেদারনাথ মন্দির ঘুরে এলেন শ্রীদেবী কন্যা জানভি কাপুর। যার কিছু স্থিরচিত্র এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ব্যক্তিগত জীবনে সারা ও জানভি খুব ভালো বন্ধু।
সারা-জানভির মন্দিরে তোলা বেশ কিছু ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তার একটি ছবিতে দেখা যায়-মন্দিরে আত্মমগ্ন হয়ে পূজা দিচ্ছেন সারা-জানভি। আরেকটি ছবিতে দেখা যায়, শীতের পোশাক পরে বসে আছেন টংয়ের দোকানে। দুজনের পরনেই জ্যাকেট। জানভি ওড়না দিয়ে মাথা-মুখ ঢেকে রেখেছেন। আর সারা পরেছেন মানকি টুপি।
এবারই প্রথম নয়, এর আগেও কেদারনাথ মন্দিরে গিয়েছেন সারা আলী খান। কারণ ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন সারা। অভিষেক কাপুর পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত।
আপনার মূল্যবান মতামত দিন: