কেবিনে থেকে চিকিৎসা নিচ্ছেন ফারুক
প্রকাশিত:
২ নভেম্বর ২০২১ ১৯:৫৭
আপডেট:
২৩ মার্চ ২০২৫ ১৯:০৯

উনিশ শতকের জনপ্রিয় চিত্রনায়ক, সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থা উন্নতির দিকে। বর্তমানে তিনি আগের চেয়ে ভালো আছেন বলে জানিয়েছেন ফারুকের স্ত্রী ফারহানা পাঠান।
ফারহানা পাঠান বলেন, আপনাদের মিয়া ভাই এক মাসের বেশি সময় ধরে কেবিনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এখন স্বাভাবিকভাবে খাবার খাচ্ছেন। শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। আরও কিছুদিন লাগবে ঠিক হতে। তার জন্য সবাই দোয়া করবেন। এর আগে প্রায় ৬ মাস আইসিইউতে ছিলেন ফারুক।
প্রসঙ্গত, গত মার্চের প্রথম সপ্তাহ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এ নায়ক। গত ২১শে মার্চ থেকে আইসিইউতে ছিলেন তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: