শাহরুখ খানের জন্মদিন আজ
প্রকাশিত:
২ নভেম্বর ২০২১ ২০:১২
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১৩:১৭

বলিউড বাদশা শাহরুখ খানের ৫৬ তম জন্মদিন আজ। প্রতি বছর জন্মদিনে রাজকীয় প্রাসাদ মান্নাতের বারান্দায় এসে হাজার হাজার ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন প্রেমের এই রাজা।
কিন্তু এবার তার জন্য জন্মদিনটি একদমই আলাদা। ছেলে আরিয়ানের মাদক মামলা ও জেল, সব মিলিয়ে জন্মদিনের সেই উচ্ছ্বাস নেই তার মনে।
শাহরুখ-গৌরীর পরিচিত মহল সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, মাসকয়েক আগে থেকে আলিবাগের আলিশান বাড়িতে শাহরুখের জন্মদিন উদযাপনের পরিকল্পনা করে রেখেছিলেন তারকা দম্পতি। কিন্তু সব পরিকল্পনা ভেস্তে গেছে আরিয়ানের ঘটনায়।
যদিও ছেলের জামিনের পর হাসি ফিরেছে শাহরুখ পরিবারে। অপরদিকে আরিয়ানের জেলমুক্তির দিন থেকে মান্নাতের বাইরে সারাক্ষণ ভিড় লেগে রয়েছে। এই অবস্থায় কোনোভাবেই ছেলেকে নিয়ে আলিবাগে যাওয়ার ঝুঁকি নিতে চাইছেন না বলিউড বাদশা। মান্নাতেই ঘরোয়াভাবে জন্মদিনটা কাটাবেন তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: