এবার চয়নিকার সিনেমায় মাহির বিপরীতে ডি এ তায়েব
প্রকাশিত:
৪ নভেম্বর ২০২১ ০৩:৩১
আপডেট:
১২ মার্চ ২০২৫ ২২:১১

‘বিশ্ব সুন্দরী’ সিনেমার নির্মাতা চয়নিকা চৌধুরীর নতুন সিনেমায় দেখা মিলবে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও ডি এ তায়েবের।
‘বিশ্ব সুন্দরী’ নির্মাণ করেছিলেন পরীমনিকে নিয়ে তবে চয়নিকার নতুন সিনেমায় পরীমনিকে আর দেখা যাবে না।
২ নভেম্বর নতুন সিনেমায় চুক্তি স্বাক্ষর করেছেন মাহিয়া মাহি ও ডি এ তায়েব। আগামী মাসে শুরু হবে শুটিং। সিনেমার নাম ‘অহঙ্কারী বউ’।
চয়নিকা চৌধুরী বলেন, ‘কিছু মানুষের কাছে কিছু মানুষের দায়বদ্ধতা থাকে। আমি তায়েব ভাইকে সেই রকমের মানুষ বলবো। ভালো কোনো কাজ কেউ করলে সে নিজ থেকে এসে অভিনন্দন জানায়। বিপদে মানুষের পাশে দাঁড়ায়। শিল্পের প্রয়োজনে জান-প্রাণ দিয়ে কাজ করে।আমি তার সঙ্গে কাজ করতে পারবো তাই আমার ভালো লাগছে।’
চয়নিকা চৌধুরী আরও জানান, স্ক্রিপ্টের কাজ চলছে। আশাকরি আজকে মধ্যে শেষ হয়ে যাবে। মাহিসহ আরও অনেকেই কাজ করবেন।
আপনার মূল্যবান মতামত দিন: