এবার হিরো আলমের জন্য গাইবেন রানু মন্ডল
প্রকাশিত:
৫ নভেম্বর ২০২১ ০৩:৩৩
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ০৭:৪০

এবার ইন্টারনেটে ভাইরাল হয়ে রাতারাতি খ্যাতি পান কলকাতার কণ্ঠশিল্পী রানু মারিয়া মন্ডল ও বাংলাদেশের অতি পরিচিত মুখ হিরো আলম একসঙ্গে কাজ করতে যাচ্ছেন।
হিরো আলমের সিনেমার জন্য গান গাইবেন রানু মন্ডল। এসব তথ্য নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই। রানু মন্ডলের সঙ্গে ভিডিও কলে কথা বলেন হিরো আলম। সেই আলাপচারিতার একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি।
হিরো আলম বলেন-‘রানু মণ্ডলের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমার সিনেমায় দুটি গান গাওয়ার জন্য সম্মতি দিয়েছেন। আশা করি, তার গানগুলো সবাই গ্রহণ করবেন।’
হিরো আলমের প্রোডাকশনের ৩য় এবং ৪র্থ সিনেমা দু’টি পরিচালনা করবেন রাজু চৌধুরী এবং বাবু রেজা। আগামী ২০ নভেম্বর থেকে শুটিং শুরু হবে। আর এসব সিনেমায় ব্যবহার করা হবে রানু মন্ডলের গাওয়া গান।
গত বছর ‘সাহসী হিরো আলম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন হিরো আলম। এরপর ‘টোকাই’ নামে আরেকটি সিনেমা শুরু করেন তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: