ছেলেকে প্রকাশ্যে আনলেন নুসরাত-যশ
প্রকাশিত:
৬ নভেম্বর ২০২১ ০৬:০৮
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ০৭:৪৩

নানা আলোচনা-সমালোচনাকে উপেক্ষা করে এবার ছেলেকে প্রকাশ্যে আনলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান ও অভিনেতা যশ দাশগুপ্ত।
যশ দাশগুপ্তর সঙ্গে ছেলে ঈশানকে নিয়ে দীপাবলি উদযাপন করেছেন নুসরাত জাহান। এ উপলক্ষে ইনস্টাগ্রাম স্টোরিতে কয়েকটি ছবি পোস্ট করেন নুসরাত।
ছবিতে দেখা যায়-বেগুনি রঙের সিল্ক শাড়ি পরেছেন নুসরাত। সঙ্গে ছিমছাম গহনা, হালকা রূপটান। তার আঁচলের ফাঁকে বেরিয়ে আছে ঈশানের মাথা। অন্যদিকে বেগুনি রঙের পাঞ্জাবি ও পাজামায় স্ত্রীর সঙ্গে পাল্লা দিয়েছেন যশও।
এ ছবিতে নুসরাত তার পুত্রের মুখ না দেখালেও আরেকটি ছবিতে ঈশানের মুখ দেখা গেছে। এ ছবি প্রকাশ করেছে নুসরাতের ফ্যান ক্লাব থেকে।
তাতে দেখা যায়, যশের বড় ছেলে রিয়াংশের কোলে শুয়ে আছে ঈশান। তাতে নুসরাত পু্ত্রের মুখ স্পষ্ট। ভাইয়ের কোলে নিশ্চিন্তে ঘুমোচ্ছে সে। নুসরাত-যশ-ঈশানের মতো রিয়াংশের পরনেও বেগুনি রঙের পাঞ্জাবি।
আপনার মূল্যবান মতামত দিন: