বুধবার, ১২ই মার্চ ২০২৫, ২৮শে ফাল্গুন ১৪৩১


প্লেন দুর্ঘটনায় নিহত ব্রাজিলের জনপ্রিয় গায়িকা মারিলিয়া


প্রকাশিত:
৬ নভেম্বর ২০২১ ২০:২৩

আপডেট:
১২ মার্চ ২০২৫ ১০:২৯

ছবি-সংগৃহীত

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ব্রাজিলের জনপ্রিয় গায়িকা মারিলিয়া মেন্ডনকা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৬ বছর। সূত্র: বিবিসি।

স্থানীয় সময় শুক্রবার ( ৫ নভেম্বর) ব্রাজিলের মিনাস গেরাইস রাজ্যে প্লেন দুর্ঘটনায় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

ব্রাজিলের কর্তৃপক্ষ জানায়, মারিলিয়াসহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও ৪ জন। তারা হলেন মারিলিয়ার ১ আত্মীয়, তার প্রযোজক ও ২ জন ক্রু সদস্য।

জানা গেছে, কারাটিঙ্গা শহরে স্থানীয় সময় শুক্রবার ( ৫ নভেম্বর) সন্ধ্যায় তার কনসার্টে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই দুর্ঘটনার কবলে পড়ে প্লেনটি। দুর্ঘটনার এক ঘণ্টা আগেও তিনি ব্যক্তিগত এয়ারক্র্যাফটে বসার প্রস্তুতির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন।

কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে।

২০১৯ সালে ল্যাটিন গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছিলেন এই সংগীতশিল্পী। সাধারণত প্রেমের সম্পর্কে ব্যর্থ হয়ে নারীদের অভিজ্ঞতা সম্পর্কিত গান গেয়ে সবার নজরে চলে আসেন এই তরুণ শিল্পী।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top