টুইটার ছাড়তে চাইছেন সামান্থা আক্কিনেনি!
প্রকাশিত:
৭ নভেম্বর ২০২১ ০৬:০৬
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১১:৫০

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকে নানা কারণে খবরের শিরোনাম জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি।
বিবাহ বিচ্ছেদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে সামান্থাকে নিয়ে অনেকেই বিদ্রূপ করছেন। বিষয়টি নিয়ে তিনি এর আগেও কথা বলেছেন। তবে বর্তমানে পরিস্থিতি বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে বলে মনে করছেন সামান্থা। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়ার কথাও ভাবছেন তিনি।
এরই ধারাবাহিকতায় মাইক্রোব্লগিং সাইট টুইটার ছাড়তে চাইছেন সামান্থা আক্কিনেনি।
বিবাহ বিচ্ছেদের পর সামন্থার ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কথা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ। কিছুদিন আগে এক ইউটিউবারের বিরুদ্ধে আদালতে মামলাও করেন এই অভিনেত্রী। সবকিছু মিলিয়ে তিনি আপাতত টুইটার ছাড়তে চাইছেন। ঘনিষ্ঠজনদের নাকি ইতোমধ্যে এ বিষয়ে জানিয়ে দিয়েছেন তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: