হাসপাতালে ভর্তি চিত্রনায়ক নাঈম
প্রকাশিত:
৮ নভেম্বর ২০২১ ০৪:৪২
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:৫৫

বেশ কিছুদিন ধরেই অসুস্থ নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা নাঈম। গতকাল রাতে বেসরকারি হাসপাতালে তার বাইপাস সার্জারি হয়েছে। তার পরিবার সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
অনেক বছর হলো চলচ্চিত্রে অভিনয় করেন না তিনি। কিন্তু চলচ্চিত্রে বিভিন্ন অনুষ্ঠানে তার দেখা মেলে।
তাছাড়া শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খানও তার ফেসবুকে এক স্ট্যাটাসে নায়ক নাঈমের জন্য দোয়া চেয়েছেন।
জায়েদ খান তার স্ট্যাটাসে লেখেন, ‘আমাদের সবার প্রিয় নায়ক নাঈম ভাইরের গতকাল রাতে বাইপাস অপারেশন হয়েছে। এখন আল্লাহর অশেষ রহমতে ভালো আছে। আপনারা সবাই নাঈম ভাইয়ের জন্য দোয়া করবেন।’
প্রসঙ্গত, চিত্রনায়ক নাঈম ১৯৯১ সালে প্রয়াত বিখ্যাত পরিচালক এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন নাঈম। ক্যারিয়ারের মধ্য গগনে থাকা অবস্থায় ভালোবেসে বিয়ে করেন চিত্রনায়িকা শাবনাজকে। শোবিজে সুখী দম্পতিদের মধ্যে এগিয়ে রাখা হয় তাদের।
আপনার মূল্যবান মতামত দিন: