প্রকাশ হল নুসরাত ফারিয়ার সাড়ে তিন মিনিটের ভিডিও!
প্রকাশিত:
৮ নভেম্বর ২০২১ ০৯:০৫
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১২:৫৯

দুই বাংলার পরিচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া যেন একর ভিতর সব। সিনেমায় অভিনয়ের পাশাপাশি কাজ করছেন মিউজিক ভিডিওতে। শুধু তাই নয় সেই গানে কন্ঠও দিচ্ছেন নিজেই।
এরই ধারাবাহিকতায় এবার প্রকাশ্যে এলো নুসরাত ফারিয়ার আলোচিত গান ‘হাবিবি’।
রোববার (৭ নভেম্বর) দুপুরে ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার সাড়ে ৩ মিনিট দৈর্ঘ্যের গানের ভিডিও। কণ্ঠ দেয়ার পাশাপাশি এতে আগের দুটি গানের মতোই পারফর্মও করেছেন নুসরাত। গানটির কথা লিখেছেন নূর নবী ও সুর করেছেন আদিব কবির। গানটির ভিডিও ও নৃত্য পরিচালনা করেছেন কলকাতার বাবা যাদব।
কলকাতার জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। গানের পাশাপাশি ফারিয়ার দুর্দান্ত নাচ দর্শকের নজর কেড়েছেন। গানটি মুক্তির পর ফারিয়ার ভক্ত-অনুরাগীরা মন্তব্য করে তাদের অভিব্যক্তি প্রকাশ করছেন।
প্রসঙ্গত, ‘হাবিবি’ পপ অ্যারাবিক ফিউশন। অক্টোবরের মাঝামাঝি সময়ে মুম্বাই থেকে শতাধিক কিলোমিটার দূরে এক রাজপ্রাসাদে গানটির দৃশ্যধারণের কাজ হয়েছে। শুটিংয়ের আগে তিনদিন গ্রুমিং হয়েছে। মুম্বাইয়ের ২০ জন ছেলেমেয়ে এতে পারফর্ম করেছেন।
আপনার মূল্যবান মতামত দিন: