এবার ইংরেজিতে ভাইরাল ‘মানিকে মাগে হিতে’
প্রকাশিত:
৯ নভেম্বর ২০২১ ০৩:৫৩
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ২১:৪৮

‘মানিকে মাগে হিতে’ গানটি দিয়ে রাতারাতি বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন শ্রীংলকার গায়িকা ইয়োহানি ডি’ সিলভা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গানটি ভাইরাল হবার পর নানা দেশের শিল্পীরা গানটিকে কভার করেছেন। অনেক তারকাও গানটি গেয়েছেন।
এবার গানটি ইংরেজি ভাষায় গাইলেন ওলন্দাজ গায়িকা এমা হিস্টার্স। সুর, তাল এক রেখেই নিজের মতো করে এই গান সাজিয়েছেন এমা। ভিডিওটি পোস্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেটি ভাইরাল হয়েছে।
‘মানিকে মাগে হিতে’ একটি সিংহলী সিনেমার গান। গত বছরে সিনেমাটি মুক্তি পায়। চলতি বছরে ইয়োহানি দি সিলভা গানটি নতুন করে গেয়েছেন। এর পরেই আলোচনায় আসে গানটি। আলোচনায় আসেন শিল্পীও।
যত দিন যাচ্ছে, ততই বাড়ছে এই গান ও ইয়োহানির জনপ্রিয়তা।
আপনার মূল্যবান মতামত দিন: