শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


অ্যাপসার সেরা অভিনেত্রী বাঁধন


প্রকাশিত:
১২ নভেম্বর ২০২১ ০৮:৪৭

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০৩:৩১

আজমেরি হক বাঁধন। ছবি-সংগৃহীত

‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের জন্য এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস (অ্যাপসা) এ সেরা অভিনেত্রী হয়েছেন আজমেরি হক বাঁধন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেলে বাঁধন নিজেই বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এতটাই আনন্দিত হয়েছি যে বোঝাতে পারবো না। বাংলাদেশে সিনেমাটা মুক্তির আগের দিন একটা সংবাদ পেলাম, চোখ ভিজে যাচ্ছে আনন্দে।’

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট শহরে অ্যাপসা’র ১৪তম আসরে আজ বিজয়ীদের তালিকা ঘোষণা করা হয়েছে। বাঁধনসহ মোট পাঁচজন অভিনেত্রী অ্যাপসার মনোনয়ন পেয়েছিলেন।

বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের ‘আনসার্টেন রিগার্ড’ বিভাগে অংশ নেয় ‘রেহানা মরিয়ম নূর’। এরপর প্রদর্শিত হয়েছে মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও।


সম্পর্কিত বিষয়:

আজমেরি হক বাঁধন

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top