চিত্রনায়ক নাঈমের শারীরিক অবস্থার উন্নতি
প্রকাশিত:
১৩ নভেম্বর ২০২১ ০৬:১৭
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ০৭:৪০

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক নাঈম। তার বাইপাস সার্জারি করার পর এখন শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
নাঈমের জন্য দোয়া চেয়ে জায়েদ খান বলেন-‘নাঈম ভাই এখন অনেক ভালো আছেন। সবাই দোয়া করবেন।’
এর আগে নাঈম ও তার স্ত্রী অভিনেত্রী শাবনাজের যৌথ ফেসবুক পেজ থেকে হাসপাতালে তোলা নাঈমের একটি ছবি পোস্ট করে সবার কাছে দোয়া চেয়ে তাতে লিখেন, ‘আপনাদের সবার প্রিয় নাঈম ভাইয়ের বাইপাস অপারেশন হয়েছে। আল্লাহর অশেষ রহমতে এখন ভালো আছেন। আপনারা সবাই নাঈমের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের নেক হেদায়েত দান করুন।’
আপনার মূল্যবান মতামত দিন: