সোমবার আদালতে যাবেন পরীমনি
প্রকাশিত:
১৫ নভেম্বর ২০২১ ০৯:০৩
আপডেট:
১২ মার্চ ২০২৫ ২১:৫৪

রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় হাজিরা দিতে সোমবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে আদালতে যাবেন এ সময়ের আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনি।
রোববার (১৪ নভেম্বর) এই বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী।
ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে পরীমনিসহ ৩ জনের বিরুদ্ধে মামলাটি চার্জশিট গ্রহণের জন্য ধার্য রয়েছে।
গত ১২ অক্টোবর ঢাকার সিএমএম আদালত থেকে মামলাটি মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। পরদিন আদালত চার্জশিট গ্রহণের তারিখ ২৬ অক্টোবর ধার্য করেন। ওই দিন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলমের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা।
তবে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক চার্জশিট গ্রহণ করেননি। ১৫ নভেম্বর চার্জশিট গ্রহণের তারিখ ধার্য করেন আদালত।
আপনার মূল্যবান মতামত দিন: