এবার হলিউডে পা রাখছেন টাইগার শ্রফ
প্রকাশিত:
১৬ নভেম্বর ২০২১ ২২:৩৭
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০৬:১৬

বলিউডে একের পর এক অ্যাকশন ছবি উপহার দিয়েছেন জনপ্রিয় অভিনেতা টাইগার শ্রফ। এবার বলিউড ছাড়িয়ে হলিউডে পা রাখছেন টাইগার।
সম্প্রতি ডিজিটাল মাধ্যমে মুক্তি পেতে চলেছে তার ‘শাং চি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস’ ছবিটি।
ইনস্টাগ্রামে টাইগার একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন, এই ডিজিটাল রিলিজের জন্য তিনি প্রচণ্ড উত্তেজিত। আগামী মাসের ১২ তারিখ ডিজনি-হটস্টারে রিলিজ হতে চলেছে ‘শাং চি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস’। ছবিতে তার সঙ্গে রয়েছেন সামু লিউ।
আপনার মূল্যবান মতামত দিন: