সুশান্তের পরিবারের ৫ সদস্য নিহত
প্রকাশিত:
১৭ নভেম্বর ২০২১ ২০:৪৯
আপডেট:
১৭ নভেম্বর ২০২১ ২০:৪৯

বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ক্ষত না শুকাতেই এলো আরেক দুঃসংবাদ। সড়ক দুর্ঘটনায় সুশান্তের পরিবারের ৫ সদস্য মারা গেছেন।
মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল সোয়া ৬টার দিকে বিহারের লাখিসারাইতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তারা। দুর্ঘটনায় প্রয়াতদের মধ্যে ১জন সুশান্তের বড় বোনের স্বামী। এছাড়া এই অভিনেতার ২ ভাগনের মৃত্যু হয়েছে।
ভয়ঙ্কর এ দুর্ঘটনায় সুশান্তের পরিবারের ৫ সদস্য ছাড়াও ঘটনাস্থলেই মারা গেছেন গাড়িচালক, গুরুতর আহত আরও ৪ জন। দুর্ঘটনায় প্রাণ হারানো ৬জনকে ময়নাতদন্তের জন্য লখিসারাইয়ের হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে আহতদের পাটনা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হলসি থানা এলাকায় একটি ট্রাক এবং একটি সুমো গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। সুমো গাড়িটিতে ছিলেন সুশান্তের পরিবারের সদস্যরা।
আপনার মূল্যবান মতামত দিন: