তামিল অভিনেতা বিজয়ের বাড়িতে বোমা রাখার হুমকি
প্রকাশিত:
১৮ নভেম্বর ২০২১ ০৬:১৯
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ০৭:৪০

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয়ের বাড়িতে বোমা রাখা হয়েছে, এমন খবর পেয়ে তার বাড়িতে তল্লাশি চালিয়েছে চেন্নাই পুলিশ। খবর- টাইমস অব ইন্ডিয়া।
টাইমস অব ইন্ডিয়ার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার (১৫ নভেম্বর) চেন্নাইয়ের পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে জানানো হয়, তামিল অভিনেতা বিজয়ের বাড়িতে বোমা রাখা হয়েছে। এ খবরের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে বোম ডিটেকটিভ ও বোম ডিসপোজাল টিমকে পাঠানো হয় বিজয়ের বাড়িতে। কিন্তু তারা কিছু পায়নি। এটি একটি প্রতারণা ছিল।
প্রসঙ্গত, এ ঘটনায় ভুবনেশ্বর নামে এক ব্যক্তির পরিচয় পেয়েছে পুলিশ। তিন মানসিকভাবে অসুস্থ। এর আগেও তিনি অভিনেতা রজনীকান্ত, অজিত কুমার, মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের বাড়িতে বোমা মারার হুমকি দিয়েছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: