শয্যাশায়ী অভিনেত্রী শ্রীলেখা
প্রকাশিত:
১৯ নভেম্বর ২০২১ ০৮:১৩
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ০১:৩২

জ্বর, গলা, গা-হাত-পা ব্যথায় কাবু হয়ে শয্যাশায়ী ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। খবর- আনন্দবাজার পত্রিকা।
শ্রীলেখার বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, গলায় কষ্ট হচ্ছে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার। বুধবার বিকাল থেকেই অসুস্থ তিনি।
শ্রীলেখা বলেন, ‘এখনও স্বাদ-গন্ধ চলে যায়নি। মনে হচ্ছে, জীবাণুঘটিত জ্বর হয়েছে আমার। আপাতত তাই কোনও পরীক্ষা করাননি। বুধবার থেকেই গলার স্বর অল্প বদলেছে শ্রীলেখার। বিকালে অসুস্থ হওয়ার পরেই অনুরাগীদের জানান, আপাতত তিনি হোয়াটসঅ্যাপে কথা বলবেন।
আনন্দবাজার পত্রিকার খবরে আরও বলা হয়, বৃহস্পতিবার সকালে ‘নির্ভয়া’ ছবির অন্যতম অভিনেত্রীর গলার স্বর ভাঙা। কথা বলতে কষ্ট হচ্ছে তার। ঘুমেই বিশ্রাম খুঁজছেন তিনি। এও জানিয়েছেন, এই মুহূর্তে মা-বাবার অভাব তার মন দুর্বল করে দিয়েছে। এদিকে, অসুস্থতার মধ্যেও নজর সারমেয়দের দিকে। এক হারিয়ে যাওয়া সারমেয় শিশুর ছবি দিয়ে তাকে তার অভিভাবকের হাতে পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়েছেন শ্রীলেখা।
আপনার মূল্যবান মতামত দিন: