শাকিবের পর এবার বাপ্পি যাচ্ছেন আমেরিকায়
প্রকাশিত:
২১ নভেম্বর ২০২১ ০৪:৪১
আপডেট:
২ এপ্রিল ২০২৫ ০০:২৭

সম্প্রতি মেরিকায় যাওয়ার ধুম পড়েছে বিনোদন তারকাদের। কেউ যাচ্ছেন ঘুরতে আবার কেউবা যাচ্ছেন য়েকটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে।
এ মুহূর্তে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানসহ আরও কয়েকজন আমেরিকাতেই অবস্থান করছেন। এবার সেই তালিকায় নাম লেখাচ্ছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। আগামী ২ ডিসেম্বর তিনি আমেরিকায় যাবেন।
ঢালিউড অ্যাওয়ার্ড নামে একটি অনুষ্ঠানে অংশ নিতেই আমেরিকায় পাড়ি জমাবেন বাপ্পি। এ প্রসঙ্গে বাপ্পি বলেন, ‘করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকার কারণেই এবার সেখানে অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হচ্ছে। আমিও অনুষ্ঠানে উপস্থিত থাকব। অ্যাওয়ার্ড অনুষ্ঠান শেষে দ্রুতই দেশে ফিরব।’
আপনার মূল্যবান মতামত দিন: