দীপু মনির সঙ্গে আকাশে অপু!
প্রকাশিত:
২১ নভেম্বর ২০২১ ০৬:১০
আপডেট:
২১ নভেম্বর ২০২১ ০৬:২২

হঠাৎ আকাশ পথে দেখা হল শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও ‘ঢালিউড কুইন’ অপু বিশ্বাসের।
দুজনেরই গন্তব্য ছিল সৈয়দপুর। অপু বিশ্বাস বিমানে উঠে মন্ত্রীর দেখা পেয়ে আপ্লুত হন। এই বিস্ময় মুঠোফোনের ক্যামেরায় বন্দি করে রাখতে সময় নেননি তিনি। দীপু মনিও হাসিমুখে অপুর এই আবদারে সাড়া দেন।
অপু ফেইসবুকে সেই ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘ঢাকা থেকে সৈয়দপুর সঙ্গে দীপু আপা।’
অপু জানান, দীপু আপা অত্যন্ত ভালো মনের মানুষ। খুবই মিশুক। তার সঙ্গে কথা বলে ভালো লাগলো।
প্রসঙ্গত, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সৈয়দপুর যাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অংশ নিতে। অপু বিশ্বাস যাচ্ছেন ব্যক্তিগত কাজে।
আপনার মূল্যবান মতামত দিন: