পোশাক নিয়ে ট্রলের মুখে আলিয়া!
প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২১ ০৩:১০
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০১:১৫

বলিউডের আলোচিত জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। কাজ আর ব্যাক্তিগত জীবন নিয়ে সব সময় থাকেন খবরের শিরোনামে। এবার বন্ধু আনুশকা রঞ্জনের বিয়েত অতিথি হিসেবে হাজির হয়ে ট্রলের মুখে পড়েছেন আলিয়া।
মূল বিষয় হলো-নবদম্পতির সঙ্গে তোলা আলিয়ার ছবি অন্তর্জালে ভাইরাল হয়েছে। কিন্তু এ দম্পতির চেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন আলিয়া। কারণ তার পোশাক।
ছবিতে দেখা যায়, আলিয়ার পরনে পিঙ্ক বেসের উপর নিওন সবুজ দিয়ে মোটিফ করা লেহেঙ্গা। আলিয়ার লেহেঙ্গা টপটা অনেকটা ব্রালেটের ডিজাইনে সেটা দেখেই অনেকের প্রশ্ন তাড়াহুড়া করতে গিয়ে কী ব্লাউজ উলটো করে পরেছেন তিনি? অনেকের কাছে আবার হাসির খোরাক হয়েছে আলিয়ার এই ব্লাউজ।
উল্টো করেই ব্লাউজ পরেছেন আলিয়া, না এভাবেই ডিজাইন করা হয়েছে তা অবশ্য জানা যায়নি। এমনকী আলিয়াও এ নিয়ে মুখ খুলেননি। পিংকভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, আলিয়ার এ পোশাক ডিজাইন করেছেন মনীশ মালহোত্রা।
আপনার মূল্যবান মতামত দিন: