প্রিয়াঙ্কা-নিকের ডিভোর্সের গুঞ্জন নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কার মা
প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২১ ০৫:০৪
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১১:২১

সম্প্রতি বলিপাড়ায় গুঞ্জন উড়ছে যে মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে বিচ্ছেদ হচ্ছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। আসলে হঠাৎ করে ফেসবুক ও টুইটারের বায়োতে প্রিয়াঙ্কা তার নামের পাশে জোনাস পদবি সরিয়ে দেওয়ার পরই এ গুঞ্জন শুরু হয়।
মঙ্গলবার তাদের বিচ্ছেদের সম্ভাবনার গুঞ্জন স্রেফ উড়িয়ে দিলেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। ভারতীয় একটি নিউজ পোর্টালকে দেওয়া বিবৃতিতে মধু বলেছেন, গুঞ্জনের ভিত্তি নেই। নেটিজেনদের কাছে তাঁর অনুরোধ, ‘সবই বাজে কথা। গুজব ছড়াবেন না।’
এদিকে, মুম্বাইয়ে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক প্রিয়াঙ্কার এক ঘনিষ্ঠ বন্ধু টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘ভিত্তিহীন এসব গুজব বিশ্বাস করবেন না।’ ওই বন্ধু আরও বলেন, সামাজিক মাধ্যমের অনুগামীদের আগবাড়িয়ে চিন্তার প্রবণতা বেশি।
আপনার মূল্যবান মতামত দিন: