সেরা করদাতার পুরস্কার পেলেন চিত্রনায়িকা মিম
প্রকাশিত:
২৫ নভেম্বর ২০২১ ১০:০৮
আপডেট:
২৫ নভেম্বর ২০২১ ২১:৫৫

জাতীয় রাজস্ব বোর্ডের ২০২০-২০২১ অর্থবছরের অভিনয়শিল্পী ক্যাটাগরিতে সেরা করদাতার পুরস্কার পেয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এ নিয়ে টানা দুইবার সেরা করদাতার পুরস্কার পেয়েছেন এ অভিনেত্রী।
২৪ নভেম্বর রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তিনিসহ সেরা করদাতাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মু্স্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিসআই সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন।
মিম বলেন, আবারও এই সম্মাননা পেয়ে আমি খুবই আনন্দিত ও কৃতজ্ঞ। আমি মনে করি নিয়মিত কর প্রদান করা রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব। আমি আমার দায়িত্ব পালন করেছি।
আপনার মূল্যবান মতামত দিন: