এবার বিজেপি ছাড়ছেন বনি সেনগুপ্ত!
প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২১ ০০:০০
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০১:৩৬

টলিপাড়ায় নতুন গুঞ্জন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পর এবার বিজেপি ছেড়ে দিচ্ছেন অভিনেতা বনি সেনগুপ্ত।
এই প্রশ্নের উত্তর পেতে বনি সেনগুপ্তকে যোগাযোগ করা হলে অভিনেতা জানান, এই নিয়ে এখনও কোন সিদ্ধান্ত আমি নিইনি। জানি না ঠিক করব! বোলপুরে রাজা চন্দর নতুন ছবি ‘আম্রপালি’র শুটিংয়ে আপাতত ব্যস্ত রয়েছেন বনি সেনগুপ্ত।
শুটিংয়ে ব্যস্ত থাকায় বিজেপি ছাড়ার প্রসঙ্গে বিস্তারিত আর কিছু জানাতে চাননি অভিনেতা। বনি সেনগুপ্তর মা পিয়া সেনগুপ্ত তৃণমূল সমর্থক।
অন্যদিকে, বনির প্রেমিকা কৌশানি মুখোপাধ্যায় বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর থেকে তৃণমূলের প্রার্থী হয়ে মুকুল রায়ের বিরুদ্ধে লড়েওছিলেন। যেখানে মা ও প্রেমিকা তৃণমূলে, সেখানে বনির বিজেপিতে যোগদান নিয়ে প্রশ্ন উঠেছিল।
সেই সময় সংবাদমাধ্যমকে বনি স্পষ্ট জানিয়েছিলেন, ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে রাজনীতির কোনও যোগাযোগই নেই। বাড়ির ভিতরে রাজনীতিটাকে আমরা কেউ-ই ঢোকাবো না।
আপনার মূল্যবান মতামত দিন: