যে কারণে স্বামীর পদবি বাদ দিয়েছেন প্রিয়াঙ্কা
প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২১ ০৮:২৭
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১১:২৬

সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটার এবং ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম থেকে নিজের নাম থেকে স্বামীর পদবি বাদ দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
এরপর থেকে এটি নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। গুঞ্জন ওঠে, স্বামী নিক জোনাসের সঙ্গে সম্পর্কের তিক্ততার কারণে এটি করেছেন প্রিয়াঙ্কা।
তবে ভারতীয় একটি সংবাদমাধ্যমে এর পেছনে কারণ সম্পর্কে জানানো হয়েছে। জানা গেছে, পেশাগত কারণেই নামের এই পরিবর্তনটি করেছেন প্রিয়াঙ্কা। এক জ্যোতিষীর পরামর্শে এটি করেছেন তিনি। এমনকি খুব শিগগির তার নাম থেকে ‘চোপড়া’ পদবিও বাদ দেবেন এই অভিনেত্রী। কারণ তিনি শুধু প্রিয়াঙ্কা নামেই পরিচিত হতে চাইছেন।
বর্তমানে নিক-প্রিয়াঙ্কার সম্পর্ক নিয়ে তাদের একটি ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘নিক ও প্রিয়াঙ্কা একসঙ্গে অনেক ভালো আছে। সত্যি বলতে তারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন।’
আপনার মূল্যবান মতামত দিন: