মজার ছলে প্রিয়াঙ্কাকে নিয়ে কারিনার বিস্ফোরক মন্তব্য!
প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২১ ২১:৫৮
আপডেট:
২৭ নভেম্বর ২০২১ ০২:০৭

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে বি-টাউনের একটি অনুষ্ঠানে বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেত্রী কারিনা কাপুর খান। এমনটাই জানা গেছে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে।
কারিনা কাপুর আর চোপড়াকে একটি শোতে আমন্ত্রণ জানিয়েছিলেন করণ জোহর। সাক্ষাৎকারের এক পর্যায়ে করণ তাদের স্বামীদের নিয়ে প্রশ্ন করতে থাকেন। করণ নিকের একটি গান বাজান, এবং প্রিয়াঙ্কা সেটা ধরতেই পারেননি। এরপর কারিনা মজার ছলে বলেন, ‘প্রিয়াঙ্কা চোপড়া, তুমি তোমার স্বামী নিক জোনাসকে একদমই চেনো না যা দেখছি।’
এক সময় বলিউডের প্রথম সারির প্রতিদ্বন্দ্বী ছিলেন কারিনা ও প্রিয়াঙ্কা। দুইজন ছিলেন ব্যবসা সফল সিনেমার নায়িকা। একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও সুসম্পর্ক বজায় রেখেছেন ঠিকই। কিন্তু কিছু ঘটনার পর মুখ দেখা বন্ধ করে দিয়েছেন তারা। এমন তথ্যও প্রকাশ করেছে ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।
আপনার মূল্যবান মতামত দিন: